রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মদনে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার 

নেত্রকোণা প্রতিনিধি

মদনে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার 

নেত্রকোণার মদনে ধর্ষণ মামলার প্রধান আসামি মো. ইমরান হোসেন চান্দুকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প। গ্রেপ্তার চান্দু মিয়া মদন উপজেলার কাইকুড়িয়া (মাইজপাড়া) গ্রামের মৃত ছন্দু মিয়ার ছেলে।

র্যাব-১৪ সিপিসি-২, কিশোরগঞ্জ স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবীর স্বাক্ষরিত প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গত বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, চলতি বছরের ১৪ এপ্রিল রাতে মো. ইমরান হোসেন চান্দু সুকৌশলে ভিকটিমের ঘরে ঢুকে ভিকটিমকে মুখ চেপে ধরে ঘরের পিছনে জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে, ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে মদন থানায় ধর্ষণ মামলা করে। যা মদন থানার মামলা নং-১১/৪৪। 

তিনি আরও জানান, মামলা হওয়ার পর থেকেই প্রধান আসামি চান্দু গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল। আসামিকে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। 

তারই ধারাবাহিকতায়, পলাতক প্রধান আসামির অবস্থান সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল ৬ জুন রাতে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন বড়পুল মোড় এলাকায় অভিযান চারিয়ে চান্দুকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মদন থানায় হস্তান্তর করা হয়েছে।

টিএইচ